নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহারস্বরূপ দেওয়া ১৩০০-রও বেশি বিরল ও ঐতিহাসিক সামগ্রী নিয়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর স্মারক ই-নিলাম ২০২৫। আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে এই অনলাইন নিলাম, যার আয় যাবে নমামি গঙ্গে প্রকল্পে, অর্থাৎ গঙ্গা নদীর সংরক্ষণ ও পরিষ্কারের কাজে।
এই বছরের নিলামের বিশেষ আকর্ষণ উত্তর-পূর্ব ভারতের পাঁচটি রাজ্যের — অসম, নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম ও অরুণাচল প্রদেশের — ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও হস্তশিল্প।
নাগাল্যান্ড থেকে এসেছে রাজ্যের সাংস্কৃতিক প্রতীক মিথুন-এর কাঠের ভাস্কর্য এবং ঐতিহ্যবাহী নাগা শাল, যার লাল রঙ ও বর্শা-ঢাল নকশা বীরত্ব ও গৌরবের প্রতীক।
মেঘালয় উপহার দিয়েছে বাঁশ ও কেইন দিয়ে তৈরি একটি অনন্য জাহাজের মডেল, যা রাজ্যের হস্তশিল্পের দক্ষতার সাক্ষ্য বহন করে।
অসম থেকে রয়েছে মজুলির গরুড় মুখোশ, যা রাজ্যের সত্র সংস্কৃতি ও মুখোশ নৃত্যর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সঙ্গে রয়েছে ঐতিহ্যবাহী আসামি জাপি ও সোনালী মুগা রেশমের অঙ্গবস্ত্র, যা রাজ্যের কৃষি ও শিল্প ঐতিহ্যের নিদর্শন।
সিকিম উপস্থাপন করেছে একটি সুচারু পিতলের গৌতম বুদ্ধের মূর্তি, যা অঞ্চলটির বৌদ্ধ প্রভাব ও ধাতুকর্মের নিপুণতা তুলে ধরে।
অরুণাচল প্রদেশ থেকে এসেছে ওয়ানচো জনগোষ্ঠীর কাঠের ভাস্কর্য, যেখানে উপজাতীয় দম্পতির চিত্রায়ণ করা হয়েছে। এটি ঐ জনগোষ্ঠীর কাহিনিনির্ভর কাঠকর্মের নিদর্শন।
নিলামে অংশ নেওয়ার জন্য নাগরিকদের উৎসাহিত করেছেন সরকারি আধিকারিকরা। তাঁদের মতে, এই ই-নিলাম শুধুমাত্র একটি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের সুযোগ নয়, বরং পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণের এক বিশেষ মাধ্যম।
নিলাম চলছে pmmementos.gov.in ওয়েবসাইটে এবং আগামী ২ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে বিডিং। এতে অংশগ্রহণ করে দেশের ঐতিহ্য রক্ষায় এবং পবিত্র গঙ্গা নদীর সুরক্ষায় অবদান রাখা সম্ভব।
————

