পালাটানা ওটিপিসি থেকে মায়ের মন্দিরের উদ্দ্যেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর : পালাটানা ওটিপিসি থেকে মায়ের মন্দিরের উদ্দ্যেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ওটিপিসিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

তাছাড়া, এমবিবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার সহ অন্যান্যরা।