মুখ্যমন্ত্রীর মানবিক মুখ, অসুস্থ রক্তদাতার পাশে দাঁড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ সেপ্টেম্বর : রাজনৈতিক সভা, জনসংযোগ এবং প্রশাসনিক দায়িত্ব সামলানোর মাঝেও মানবিকতার পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ আগরতলা প্রেস ক্লাবের বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরে ঘটে গেল এক অনন্য ঘটনা, যেখানে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে, মঞ্চে ভাষণরত মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিলেন।

জানা গিয়েছে, শিবির চলাকালীন চানমারি এলাকার বাসিন্দা শঞ্জিত দাস হঠাৎ শিবিরে অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত স্বেচ্ছাসেবকরা প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লেও, সেই সময় মঞ্চে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। তিনি তৎক্ষণাৎ ভাষণ থামিয়ে নামেন মঞ্চ থেকে এবং অসুস্থ যুবকের কাছে ছুটে যান এবং তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। জানা যায়, তিনি এখন স্থিতিশীল।

এই ঘটনায় উপস্থিত জনতার মধ্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। একজন সাধারণ মানুষের পাশে এইভাবে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুধু একজন প্রশাসক নন, একজন সংবেদনশীল মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচয় দিয়েছেন।