জাকির হোসেন, ঢাকা, ১৫ সেপ্টেম্বর: জাতীয়করণবঞ্চিত প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে সোমবার বিকেলে ঢাকায় শিক্ষকদের মিছিলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় আবাস ‘যমুনা’ অভিমুখে যাত্রা করা মিছিল হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে হুইসেল বাজিয়ে বিক্ষোভকারীদের পল্টনমুখী সরিয়ে দেওয়া হয়। আহত হয়েছেন কয়েকজন শিক্ষক।
শিক্ষকদের অভিযোগ, ২০১৩ সালে সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও রাজনৈতিক কারণে পাঁচ হাজারেরও বেশি স্কুল বাদ পড়ে। বিভিন্ন সময় সরকারি চিঠি দেওয়া হলেও সিদ্ধান্ত কার্যকর হয়নি। সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক নওশাদ আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠি ও কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত জাতীয়করণ করতে হবে।’
ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস ঘিরে অগ্নিসংযোগ: একই দিনে ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস ও পুলিশের মামলার প্রতিবাদে উত্তাল পরিস্থিতি। দুপুরে বিক্ষোভকারীরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ, নির্বাচন কমিশন কার্যালয়, ইউএনও অফিসে হামলা চালায়। অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় একাধিক গাড়ি ও আটটি মোটরসাইকেল। ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভকারীরা সেনাবাহিনীর এপিসি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। ইতিমধ্যে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক সিদ্দিক মিয়া-সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করে বলেন, ‘সড়ক ও রেল অবরোধ সহ্য করা হবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।’

