আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই জানা যাবে টিম ইন্ডিয়ার নতুন লিড স্পনসরের নাম: আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর : ভারতীয় ক্রিকেট দলের নতুন লিড জার্সি স্পনসরের নাম আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

তিনি জানান, ড্রিম ১১-এর সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে নতুন স্পনসরের খোঁজ শুরু হয়েছে। ড্রিম ১১-এর স্পনসরশিপ বন্ধ হওয়ার কারণ হিসাবে ধরা হচ্ছে ২০২৫ সালের অনলাইন গেমিং বিলের প্রচার ও নিয়ন্ত্রণ” পাশনেট।

ধুমাল শুক্রবার সাংবাদিকদের বলেন, “যা হয়েছে, সেটা অতীত। আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। তবে নতুন স্পনসর খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি নিশ্চিত, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে আমরা নতুন নাম জানতে পারব।”

এছাড়াও ধুমাল জানিয়েছেন, ২৮শে সেপ্টেম্বর মুম্বাইয়ে বোর্ড সদর দপ্তরে বিসিসিআই-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে নতুন বিসিসিআই আধিকারিকদের নির্বাচন করা হবে।“নমিনেশন প্রক্রিয়া এক সপ্তাহের মধ্যে শুরু হবে। তারপর বোঝা যাবে কে হচ্ছেন পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট,” বলেন তিনি।

আগামী রবিবার, দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়ে ধুমাল বলেন,“আমি টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাই। সরকার ইতিমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। দ্বিপাক্ষিক সিরিজ আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না, কিন্তু এসিসি বা আইসিসি টুর্নামেন্টে আমাদের অংশগ্রহণ করতেই হবে। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী চলব।”