নয়াদিল্লি/প্যারিস, ১২ সেপ্টেম্বর : প্যারিসে অনুষ্ঠিত ভারত-ফ্রান্স যৌথ সন্ত্রাসবিরোধী ওয়ার্কিং গ্রুপের ১৭তম বৈঠকে দুই দেশ সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকৃতির বিরুদ্ধে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবারের এই বৈঠকে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসী হামলার কড়া নিন্দা জানানো হয়, যাতে ২৬ জনের প্রাণহানি হয়েছে।
ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (সন্ত্রাসবাদ-বিষয়ক) কে.ডি. দেওয়াল, এবং ফ্রান্সের পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির সন্ত্রাসবিরোধী দূত অলিভিয়ে কারোঁ। বৈঠকে উভয় পক্ষই সন্ত্রাসবিরোধী সহযোগিতাকে আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ভারতীয় বিদেশ মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে জানায়, দুই দেশই বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাসবাদী হুমকি নিয়ে বিশদ আলোচনা করেছে। আলোচনার মূল বিষয় ছিল রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় সীমান্ত পেরিয়ে সন্ত্রাস, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি কার্যকলাপ, এবং উন্নত প্রযুক্তির অপব্যবহার করে সন্ত্রাসের বিস্তার। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় অনলাইনে চরমপন্থা ও মৌলবাদ ছড়ানোর প্রবণতা এবং সন্ত্রাসবাদী প্রপাগান্ডা ও অনলাইন নিয়োগের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে। এটি বর্তমানে বৈশ্বিক নিরাপত্তার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত।
ভারত ও ফ্রান্স জাতিসংঘ, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এবং ‘নো মানি ফর টেরর’ উদ্যোগের মতো আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমন্বয় আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার আলোচনায় প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও, আয়োজিত বৈঠকে সংগঠিত অপরাধ, সাইবার নিরাপত্তা হুমকি, এবং অনলাইন সন্ত্রাসী প্রচারের তথ্য বিনিময় সংক্রান্ত সম্ভাব্য সহযোগিতার প্রসার নিয়েও আলোচনা হয়।

