বটতলা মহাশ্মশান পরিদর্শনে মেয়র

আগরতলা, ১১ সেপ্টেম্বর : সৎকারের কাজে মানুষকে আরো উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বটতলা মহাশ্মশান পরিদর্শন করেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শ্মশান ঘাটে বর্তমান পরিকাঠামো ও পরিষেবার মান যাচাই করা এবং সেখানে যেসব সমস্যা বা ঘাটতি রয়েছে, সেগুলির দ্রুত সমাধান নিশ্চিত করা। পাশাপাশি, এদিন তিনি পরিকাঠামো উন্নয়ন, মৃতদেহ সৎকারের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও পরিষেবা এসব বিষয়ে খতিয়ে দেখেন।

মেয়র দীপক মজুমদার জানান, বটতলা মহাশ্মশানকে আধুনিকীকরণ করে জনসাধারণকে উন্নত পরিষেবা প্রদান করার কাজ খুব শীঘ্রই শুরু হবে। আগরতলার বটতলা মহাশ্মশানে আরেকটি নতুন চুল্লী বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম। তাছাড়া হাওড়া নদীর তীরে আরেকটি ঘাট নির্মানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আজ স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখতে বটতলা মহাশ্মশান এলাকা পরিদর্শন করেন তিনি।