আজাদ ময়দান থেকে মারাঠা কোটা আন্দোলনকারীদের উচ্ছেদ শুরু, মুখোমুখি সংঘর্ষ; আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি মনোজ জারাঙ্গে পাতিলের

মুম্বই, ২ সেপ্টেম্বর: বোম্বে হাই কোর্টের নির্দেশে আজাদ ময়দান ছাড়ার জন্য বিকেল ৩টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলে সোমবার বিকেলে মুম্বই পুলিশ মারাঠা কোটা আন্দোলনকারীদের উচ্ছেদ অভিযান শুরু করে। মাহাপালিকা মার্গে আন্দোলনকারীদের দখল করা শেষ রাস্তা পরিষ্কার করতে নামে পুলিশ ব্যাটেলিয়ন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সিনিয়র পুলিশ অফিসার, মহিলা কনস্টেবলসহ বহু নিরাপত্তাকর্মী।

তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, তাঁরা আজাদ ময়দান ছাড়ছেন না, রাজ্য সরকার মারাঠা সম্প্রদায়কে ওবিসি অন্তর্ভুক্ত না করলে তাঁরা এখানেই অনড় থাকবেন। মারাঠা কোটা আন্দোলনের মুখ্য নেতা মনোজ জারাঙ্গে পাতিল বলেন, “আমরা যেকোনও পরিণতির জন্য প্রস্তুত। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মুম্বই ছাড়ব না।”

পুলিশের দাবি, আজাদ ময়দানে আন্দোলনের অনুমতি এক দিনের জন্যই দেওয়া হয়েছিল, তাও নির্দিষ্ট কিছু শর্তে—যেমন ৫,০০০ জনের বেশি জমায়েত না হওয়া, শব্দদূষণ না করা, জনজীবনে ব্যাঘাত না ঘটানো। কিন্তু আন্দোলনকারীরা এই সমস্ত শর্ত ভেঙেছেন, তাই তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।

মনোজ জারাঙ্গে পাতিল এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেন, “মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের নেতৃত্বাধীন রাজ্য সরকার আমাদের দমন করতে চাইছে। আমরা এখানে স্থায়ীভাবে থাকতে আসিনি, কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরব থাকব। যদি লাঠিচার্জ করা হয়, তার পরিণতি সরকারকে ভোগ করতে হবে। গ্রামে মন্ত্রীরা এলে আমরাও শক্তি দেখাব, প্রতিশোধ নেব।”

তিনি আরও বলেন, “সরকার যদি আমাদের গ্রেপ্তারও করে, আন্দোলন চলবে। আমরা কোনও নিয়ম ভাঙিনি। সরকার ষড়যন্ত্র করে মারাঠা সমাজকে কলঙ্কিত করছে, আন্দোলন ভাঙার চেষ্টা করছে। আমরা আদালতের দ্বারস্থ হবো এবং আন্দোলনের অনুমতি নেব।”

“সরকার যেন আমাদের সহ্যের পরীক্ষা না নেয়। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আমাদের বিরক্ত করা বন্ধ করুন। আমি মরতে প্রস্তুত, কিন্তু আজাদ ময়দান ছাড়ব না,” হুঁশিয়ারি মনোজ জারাঙ্গে পাতিলের।

এদিকে মুম্বই পুলিশ মারাঠা আন্দোলনকারীদের গাড়ি এবং ব্যারিকেড সরিয়ে রাস্তা পরিষ্কার করেছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে স্থানটি সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে।