পুলিশের অভিযানে উদ্ধার ৮০ ফুট কাঠ, গ্রেপ্তার চালক সহ তিন

আগরতলা, ২৭ আগস্ট : পাচারকালে খোয়াইয়ের জাতীয় সড়কে কাঠ বোঝাই করি আটক করে পুলিশ। মোট ৮০ ফুট কাঠ উদ্বার হয়েছে। সাথে গাড়ির চালক সহ তিনজনকে আটক করে পুলিশ।

জানা গিয়েছে, গতকাল রাতে খোয়াই পুলিশ নাকা চেকিংয়ে বসে। ওই সময় খোয়াই জাতীয় সড়ক দিয়ে একটি লরি আসলে ওই গাড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থামতে বলা হয়েছে। ওই লরি থেকে প্রচুর পরিমাণ মূল্যবান কাঠ উদ্ধার হয়েছে। গাড়ির মালিককে ওই কাঠের প্রয়োজনীর নথি দেখতে বললে সে দেখাতে পারেন নি। সাথে সাথে পুলিশ বনদপ্তরের সাথে যোগাযোগ করে। ওই লরি থেকে প্রায় ৮০ ফুট কাঠ উদ্ধার করেছে। সাথে গাড়ির চালক সহ তিনজনকে আটক করেছে।