সিউলে বিল গেটসের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক করলেন দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী

সিউল, ২২ আগস্ট: দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জং-কওয়ান শুক্রবার সিউলে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আগামী প্রজন্মের জ্বালানি সহযোগিতা বিশেষ করে পারমাণবিক শক্তি নিয়ে আলোচনা হয়, জানিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে বিল গেটসের সহ-প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তি কোম্পানি টেরা-পাওয়ার এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, টেরা-পাওয়ার বর্তমানে স্মল মডুলার রিঅ্যাক্টর উন্নয়নে কাজ করছে।

২০২২ সালে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ এবং এর সহযোগী এসকে ইনোভেশন টেরা-পাওয়ারে প্রায় ৩০০ বিলিয়ন ওন (প্রায় ২১৪ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করে।

এসএমআর হল এমন উন্নত পারমাণবিক চুল্লি যেগুলোর প্রতি ইউনিটের ক্ষমতা সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চাহিদা মেটাতে বৈদ্যুতিক চাহিদা বাড়ায় এসএমআর প্রযুক্তিকে ভবিষ্যতের মূল শক্তি সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই বৈঠক এমন এক সময়ে হলো যখন আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে পারমাণবিক জ্বালানি সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগের দিন, বিল গেটস প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। সেই বৈঠকে জ্বালানি খাত, বৈশ্বিক স্বাস্থ্য উদ্যোগ এবং অন্যান্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

চুং কি-সুন বলেন, “নেক্সট-জেনারেশন এসএমআর প্রযুক্তি টেকসই ভবিষ্যৎ শক্তি বাস্তবায়নের মূল চাবিকাঠি। টেরা-পাওয়ারের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বৈশ্বিক পারমাণবিক সরবরাহ চেইন গড়ে তুলতে এবং জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে।”