কমলপুর, ১৮ আগস্ট : কমলপুরে যান দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। প্রতিদিন মহকুমার কোন না কোন জায়গায় যান দুর্ঘটনা ঘটেছে। সিংহভাগ ট্রাফিক আইন লঙ্ঘন করে যান দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিন কমলপুর মহকুমার নানা জায়গায় ছোট, বড় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
সোমবার কমলপুর থানার অন্তর্গত হালহালি – দেবীছড়া রাস্তার ধলাই নদীর সেতুর কাছে অটো দুর্ঘটনায় ১২ বছরের এক বালক গুরুতরভাবে আহত হয়। ১২ বছরের আহত বালকের নাম সরোজ গোয়ালা, পিতা মহাদেব গোয়ালা। বাড়ি কমলপুর থানার মহাবীর পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে।
সংবাদ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা নাগাদ সরোজ গোয়ালা (১২) বাইসাইকেল চালিয়ে হালাহালী থেকে মহাবীর বাড়ির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে অর্থাৎ মহাবীর থেকে টিআর ০৪- এ – ৩১৩৯ নম্বরের একটি অটো যাত্রী নিয়ে হালহালী বাজারে আসছিল। ঠিক মাঝ রাস্তায় অটো বাইসাইকেলকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাইসাইকেল সমেত আরোহী নাবালক সরোজ গোয়ালা রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। তার মাথায় ও পায়ে আঘাত লাগে। অটো মালিক তথা চালক সুমন্ত দেববর্মা সঙ্গে সঙ্গে অটো থেকে যাত্রী নামিয়ে গুরুতর আহত সরোজ গোয়ালাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে।

