বেরহামপুর, ১২ আগস্ট:২৪ বছর আগে ঘটে যাওয়া একটি হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে অবশেষে গ্রেপ্তার করল ওডিশা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, ৫২ বছর বয়সী ওই অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং সম্প্রতি চেন্নাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম উদয়প্রসাদ প্রধান। ২০০১ সালের ৬ জুলাই ওডিশার গঞ্জাম জেলার কেরান্ডিটোলা গ্রামে এক ব্যক্তি, কইবল্য প্রধানকে, তার দুই ভাইয়ের সহায়তায় কুপিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনাটি বর্তমান চমকখন্ডি থানার অন্তর্গত এলাকায় ঘটেছিল।
গোপন সূত্রে খবর পেয়ে অপারেশন গরুড়া’-র অংশ হিসেবে চেন্নাইয়ে অভিযান চালিয়ে ওডিশা পুলিশের একটি দল উদয়প্রধানকে গ্রেপ্তার করে।
গজ্ঞাম জেলার পুলিশ সুপার শোভেন্দু পাত্র জানান, “আগেও বহুবার তাকে ধরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে প্রতিবারই পালিয়ে যেতে সক্ষম হয়। এবার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে একটি টিম চেন্নাই পাঠানো হয় এবং সেখান থেকেই তাকে ধরা হয়েছে।”
চমকখন্ডি থানার আইসি সব্যসাচী মল্লা জানিয়েছেন, উদয়প্রধান চেন্নাইয়ে একটি নির্মাণ প্রতিষ্ঠানে ‘গণেশ’ নামে ভুয়া পরিচয়ে কাজ করছিল। হত্যার পর সে প্রথমে বড় ভাই পঞ্চম প্রধানের সঙ্গে বেঙ্গালুরু পালিয়ে যায়। পরবর্তীতে তাদের মধ্যে ঝামেলা হলে উদয় একাই চেন্নাইয়ে চলে আসে এবং সেখানেই আত্মগোপন করে।
ঘটনার দিনই উদয়প্রধানের ছোট ভাই মূষা প্রধান-কে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। কারাভোগ শেষে তিনি বর্তমানে মুক্ত।
অন্যদিকে, বড় ভাই পঞ্চম প্রধান এখনও পলাতক এবং পুলিশ জানিয়েছে যে, তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই দীর্ঘ ২৪ বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে উদয়প্রধানকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে, যা পুলিশের জন্য বড় সাফল্য বলে মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা।

