রাজকোট, ১২ আগস্ট : গুজরাটের কচ্ছ জেলায় মাদক পাচারের একটি বড়সড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ। কুরিয়ার পরিষেবাকে কাজে লাগিয়ে মাদক পাচারের এই কৌশল সামনে আসার পর কচ্ছ (পূর্ব) স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) একটি কুরিয়ার অফিস থেকে মাদক ভর্তি পার্সেল সংগ্রহ করতে আসা দুই ব্যক্তিকে হাতেনাতে ধরেছে।
তাদের কাছ থেকে ১.২১ লক্ষ টাকা মূল্যের ১২.১৪০ কেজি হাশিশ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় বিহারের বাসিন্দা রাজীব রাই (৪১) এবং সুভাষ যাদবকে (৩৫) আটক করা হয়েছে। সুভাষ পেশায় একজন শিল্প শ্রমিক ঠিকাদার।
এসওজি-র পুলিশ ইন্সপেক্টর ডি.ডি. জালা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, “কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর আমরা শহরের কেন্দ্রে অবস্থিত ওই কুরিয়ার সংস্থার অফিসের ওপর নজর রাখছিলাম। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সেই ব্যক্তিদের আটক করি যারা পার্সেলটি নিতে এসেছিল।”
আধিকারিকরা জানিয়েছেন যে, মাদকটি ওড়িশা থেকে আনা হয়েছিল এবং তা কচ্ছের গ্রাহকদের কাছে পৌঁছানোর কথা ছিল।
জালা আরও বলেন, “আটক এই দুই অভিযুক্তের কোনো পূর্ব অপরাধের রেকর্ড নেই, তবে জিজ্ঞাসাবাদের সময় আমরা জানতে পারি যে কুরিয়ার পরিষেবা ব্যবহার করে মাদক অর্ডার করার এটি তাদের দ্বিতীয় প্রচেষ্টা ছিল।”
আইন প্রয়োগকারী সংস্থাগুলি মাদক প্রেরকের পরিচয়, ঠিকানা এবং কচ্ছের প্রাপকের একটি যোগাযোগের নম্বর পেয়েছে। পুলিশ এই অঞ্চলের স্থানীয় মাদক বিক্রেতা এবং ব্যবহারকারীদের শনাক্ত করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

