নব সাক্ষরদের চূড়ান্ত মূল্যায়ণ অনুষ্ঠিত রাজ্যের বিভিন্ন স্থানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ পশ্চিম জেলা সাক্ষরতা সমিতির উদ্যোগে আজ জেলার ৯টি ব্লক, ২টি পুর পরিষদ, ১টি নগর পঞ্চায়েত এবং আগরতলা পুর নিগম এলাকায় নব সাক্ষরদের চূড়ান্ত মূল্যায়ণ অনুষ্ঠিত হয়৷ ৪০৭টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়৷ এতে বেসিক লিটারেসি, স্ট্যান্ডার্ড থ্রী ও স্ট্যান্ডার্ড ফোর-এ মোট পরীক্ষার্থী ছিলেন ৪৪০৩ জন৷ এদিকে, আজ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস মোহনপুর, সহকারী সভাধিপতি মনমোহিনী দেবনাথ ডুকলি, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা আগরতলা পুর নিগম, জিলা পরিষদ সদস্য সঞ্জয় দাস জিরানিয়া, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা মৃণাল কান্তি নাথ ডুকলি, পশ্চিম জেলার জেলাশাসক ডা মিলিন্দ রামটেকে, অতিরিক্ত জেলা শাসক কুন্তল দাস, পশ্চিম জেলা সাক্ষরতা সমিতির কো-অর্ডিনেটর শেখর রঞ্জন চৌধুরী আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন ৷ এছাড়া জিরানিয়া, মোহনপুর মহকুমা শাসকগণ এবং সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক স্ব স্ব এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন৷
অপরদিকে ধলাই জেলা লোক শিক্ষা সমিতির উদ্যোগে আজ ধলাই জেলার আমবাসা পুর পরিষদ, কমলপুর নগর পঞ্চায়েত, সালেমা, দুর্গাচৌমুহনী আমবাসা, গঙ্গানগর, মনু, ছামনু, ডম্বুরনগর, রইস্যাবাড়ি ৮টি ব্লক এলাকা সহ মোট ৬৪৭টি মূল্যয়ন কেন্দ্রে প্রাথমিক সাক্ষরতা এবং সমতুল্য তৃতীয় চতুর্থ মানের চূড়ান্ত মূল্যায়ন উৎসবের মেজাজে এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়৷ মূল্যায়ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন আমবাসা পুর পরিষদ এলাকায় আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন চন্দন ভৌমিক, ভাইস চেয়ারম্যান কানাই পাল, ধলাই জেলা শাসক বিকাশ সিং প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *