কমলপুর, ৩ আগস্ট: রাজ্যের ক্রীড়া পরিকাঠামোয় যুক্ত হল আরও এক নতুন অধ্যায়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) উদ্যোগে নবনির্মিত কমলপুর ক্রিকেট মাঠ, স্টেডিয়াম ও ক্লাব হাউসের শুভ উদ্বোধন করা হল রবিবার।
কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি ও কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের সংলগ্ন স্থানে নির্মিত এই আধুনিক মাঠ ও অবকাঠামোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিংকু রায়, স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব, প্রশাসনিক আধিকারিকরা ও টিসিএ-র কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, “খেলাধুলা শুধুমাত্র শারীরিক চর্চা নয়, এটি এখন এক সম্ভাবনাময় ক্যারিয়ার। রাজ্য সরকার ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।”
মন্ত্রী টিংকু রায় জানান, রাজ্যজুড়ে ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এবং উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনের পর টিসিএ একাদশ বনাম বেঙ্গল টাইগার্সের মধ্যে একটি টি-১০ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই ম্যাচে টিসিএ আট ওভারে তিন উইকেট হারিয়ে ৬৬ রান করে। জবাবে বেঙ্গল টাইগার্স ৬৪ রানে অলআউট হয়ে যায়।
মাঠে উপচে পড়া দর্শকসংখ্যা প্রমাণ করে এলাকার মানুষের উৎসাহ ও ক্রিকেটপ্রেম। মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা ম্যাচটি উপভোগ করেন। এদিনের এই অনুষ্ঠান ক্রীড়াপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেই মত স্থানীয় বাসিন্দাদের।
2025-08-03

