বিশালগড় রেল স্টেশনে জিআরপি ওসি-র নেশাগ্রস্থ অবস্থায় তান্ডব, মহিলা কনস্টেবলের সাথে অসভ্য আচরণ

বিশালগড়, ৩১ জুলাই : ডিউটিতে নেশাগ্রস্থ অবস্থায় বিশালগড় জিআরপি ওসি সুবোধ দেববর্মা তান্ডব চালিয়েছে। পাশাপাশি মহিলা কনস্টেবলের সাথে অসভ্য আচরণের অভিযোগও উঠেছে।বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানা ওসির এহেন আচরণে ঘোটা রেলস্টেশন চত্বরে ওসির বিরুদ্ধে ছিঃছিঃ রব উঠেছে এবং অভিযুক্ত দায়িত্বজ্ঞানহীন ওসির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রায় সময়ই কর্তব্যরত অবস্থায় মহিলা কনস্টেবলদের সাথে তিনি খারাপ আচরণ করেন সংবাদ মাধ্যমের কাছে পেয়ে এমনটাই অভিযোগ করলেন কর্তব্যরত মহিলা কনস্টেবল। বিশালগড় রেলস্টেশনের যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে, বলে প্রশ্ন উঠেছে জনমনে।