এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৪ জুলাই : যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকার শান্তিনগর গ্রামের বাসিন্দা সুব্রত পাল(২৫) নামের এক যুবক দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ছিলেন বলে জানা যায়। এই যুবক তেলিয়ামুড়া পুরপরিষদের একজন অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত ছিল বলে জানা যায়।

বৃহস্পতিবার, সকালে যথারীতি অন্যান্য দিনের মতো সে অফিসে যায় এবং কাজ শেষে বাড়িতে এসে ঘরে ঢুকে গেলে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরও তার কোন সারা না পেয়ে পরিবারের লোকজন তার ঘরে ছুটে গেলে গিয়ে দেখতে পায় অজ্ঞান অবস্থায় সে ঘরে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে বা কিভাবে এই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

অন্যদিকে এই যুবকের মৃত্যুটি রহস্যজনক হওয়া সত্ত্বেও শেষ সংবাদ লেখা পর্যন্ত ময়নাতদন্ত করতে অনিচ্ছা প্রকাশ করে পরিবারের লোকজনরা। এই যুবকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার।

তবে এলাকা সূত্রে, গুঞ্জন শোনা গিয়েছে যে, মৃত ওই যুবক ড্রাগসের নেশার সঙ্গে জড়িত ছিল। এবং সেই নেশার কারণেই যুবকের মৃত্যু হয়েছে বলে এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে, মৃত্যুটি রহস্যজনক হওয়া সত্ত্বেও কেন পরিবারের লোকজনরা ময়নাতদন্ত করতে অনিচ্ছা প্রকাশ করে তা নিয়ে বিভিন্ন অংশে আলোচনা করা হচ্ছে।