বিলোনিয়া, ২২ জুলাই : শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া রায়পাড়া এডিসি ভিলেজের স্মোক হাউস নির্মাণ করার কাজ শুরু হয়েছিল। কিন্তু আচমকাই অনেক মাস যাবৎ কাজ বন্ধ হয়ে রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, কাজ অর্ধসমাপ্তি রেখে অর্থ নয়ছয় করে চলে গেছে ঠিকেদার। তাই অর্ধসমাপ্ত স্মোক হাউজের কাজ সমাপ্তি দাবিতে সংবাদমাধ্যমের দারস্ত হয়েছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, ২০২৪ সালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া রায়পাড়া এডিসি ভিলেজের দক্ষিন জেলার জোনাল অফিস থেকে জায়গা নির্ধারন করে স্থানীয় জ্যোতিলাল রিয়াংয়ের রাবার গাছ কেটে স্মোক হাউজের কাজ শুরু করা হয়। এই স্মোক হাউজের কাজ শুরু হওয়াতে এলাকার লোকজনেরা খুবই খুশি হয়েছে। এই স্মোক হাউজ নির্মান হলে এডিসি এলাকায় বসবাসকারী লোকজনেরা খুবই উপকৃত হবে। কিন্তু দেখা যায় অনেক মাস যাবৎ কাজ বন্ধ হয়ে রয়েছে।
জানা যায় বহিঃরাজ্যের এক কোম্পানি এই কাজের বরাত পেয়েছে। স্থানীয় লোকজনদের অভিযোগ, এই কাজ অর্ধসমাপ্তি রেখে অর্থ নয়ছয় করে চলে গেছে ঠিকেদার। যেটুকু কাজ করা হয়েছে তার গুনগত মান খুবই খারাপ বলে জানান স্থানীয়রা। এমনকি, এই কোম্পানি এডিসি এলাকায় ১৬ টি কাজের বরাত পেয়েছে। এই কাজগুলোর মধ্যে একটি কাজও সমাপ্তি হয়নি বলে অভিযোগ লোকজনের।
এলাকাবাসীর দাবি, এবিষয়টি সুষ্ঠ তদন্ত করে কাজ সঠিকভাবে সমাপ্তি করতে এডিসি প্রসাশন পদক্ষেপ গ্রহন করুক

