প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের কুশপুত্তলিকাতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ বজরং দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই:
প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের কুশপুত্তলিকাতে জুতোর মালা দিয়ে রাধানগর বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো বজরং দলের সদস্যরা।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তধারায় দলীয় এক অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত ভগবান হনুমানকে “ষন্ডামার্কা” বলে কুমন্তব্য করেন। এরই প্রতিবাদে সরব হয়েছেন বজরং দল। আজ রাধানগর বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা অবিলম্বে শংকর প্রসাদ দত্তজনক ক্ষমাপ্রার্থনা করেন তার দাবি জানিয়েছেন। প্রথমে এদিন বজরং দলের সদস্যরা বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বৃক্ষ প্রদর্শন করে শংকর প্রসাদ দত্তের কুশপুত্তুলিকাতে জুতোর মালা পরিয়ে দেন। সেখান থেকে পরবর্তী সময়ে শংকর প্রসাদ দত্তের বাড়ি ঘেরাও করার হুমকি দিয়েছেন তারা। বজরং দলের সদস্যরা বলেন, অবিলম্বে ভিডিওবার তার মাধ্যমে অথবা স্বশরীরে হাজির হয়ে নিজের কুমন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে।। না হলে আরও বড় আন্দোলন সংঘটিত করার হুঁশিয়ারি দিয়েছেন বজরং দলের সদস্যরা।