আধ ঘণ্টার মধ্যেই হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ ব্যাগ উদ্ধার

আগরতলা, ১১ জুলাই:
আধ ঘণ্টার মধ্যেই হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন ট্রাফিক পুলিশ। নিজের হারানো জিনিস খুঁজে পেয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যক্তি।

ঘটনার বিবরনে জানা যায়, উদয়পুরের বাসিন্দা সুকান্ত সাহা তেপানিয়া এলাকা থেকে সিদ্ধি আশ্রম এলাকায় একটি ইকো গাড়িতে চলে আসেন। তিনি প্রতিদিনই আগরতলায় আসা-যাওয়া করেন। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ পর তিনি উপলব্ধি করেন উনার সঙ্গে থাকা ব্যক্তি গাড়িতেই ফেলে এসেছেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি ট্রাফিক অফিসে গিয়ে জানান একটি ইকো গাড়িতে তিনি তার ব্যাগ ফেলে এসেছেন। ব্যক্তিকে খুঁজে পেতে ট্রাফিক আধিকারিকদের সাহায্য চান তিনি।

ট্রাফিক ডিএসপি দীপক কর সরকার জানান, তিনি সঙ্গে সঙ্গে আইটি ভবনে খবর পাঠান। সেখান থেকে ওই গাড়িটিকে খুঁজে বের করে তার মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ওই গাড়ি থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। সুকান্ত সাহা নিজের হারানো জিনিস এতো অল্প সময়ের মধ্যে খুঁজে পাওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপশি শহরের নিরাপত্তা ব্যবস্থারও ভূয়শী প্রশংসা করেছেন।