গণ্ডাছড়া, ৯ জুলাই : কয়েকদিনের টানা বর্ষণে গোটা রাজ্যেই বন্যার সংকেত পরিলক্ষিত হচ্ছে। লাগাতর চরম বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন রাস্তাঘাট মাটির ধস, গাছ পড়ে বন্ধ হয়ে পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতে বুধবার গন্ডাছড়া -অমরপুর সড়ক বন্ধ রয়েছে।
জানা গিয়েছে লাগতার বৃষ্টিতে মঙ্গলবার রাতের কোন এক সময়ে গন্ডাছড়া -অমরপুর সড়কের বাবুসাই এলাকার কয়েকটি স্থানে মূল সড়কের উপর মাটির ধস এবং বড় আকারের গাছ ভেঙে পড়ে। এতে বুধবার সকাল থেকেই গন্ডাছড়া -অমরপুর সড়কে ছোট বড় যান চলাচল বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন যান চালকরা, অপরদিকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।

