আগরতলা, ৪ জুলাই : বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল সহ চার দফা দাবিতে ডেপুটেশন দিল ত্রিপুরা মহিলা সংগ্রাম সমিতি। এদিন সমিতির নেতৃত্বরা বলেন, রাজ্যের বিভিন্ন মহকুমায় বিদ্যুৎ ভোক্তারা বিদ্যুৎ বিল নিয়ে চরম হয়রানির শিকার হচ্ছে। কোথাও অসামনজস্য বিদ্যুৎ বিল, কোথাও ভুতুড়ে বিল, আবার এমনও দেখা গেছে, আগের তুলনায় দ্বিগুণের ও বেশি বিদ্যুৎ বিল আসছে ভোক্তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই ভোক্তারা জানতেই পারছেনা কি পরিমান বিদ্যুৎ সংশ্লিষ্ট ভোক্তারা খরচ করেছে।
ফলে একটা বড় অংশের বিদ্যুৎ ভোক্তাদের কাছ থেকে যেমন অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে, তেমনি বিদ্যুৎ ভোক্তাদের একটা বড় অংশ চরম হয়রানির শিকার হচ্ছে। দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে খ্যার্ট মিটার বসানো হয়েছে এবং বিদ্যুৎ পরিষেবা বেসরকারি যে সকল এলাকায় বেসরকারি কোম্পানিগুলো হাতে তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ভোক্তাদের সবচেয়ে বেশি পকেট কাটা হচ্ছে।
এই পরিস্থিতিতে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছে স্মার্ট মিটার হোক কিংবা বিদ্যুৎ পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে ভোক্তাদের ন্যূনতম মতামত নেওয়া হয়নি। যা রাজ্য বিদ্যুৎ নিগমের ইতিবাচক পদক্ষেপ হতে পারেনা। তাছাড়া সরকারের তথ্য মোতাবেক রাজ্যের একটা বড় অংশের মানুষ জন বিপিএল যুক্ত। অর্থাৎ গরীর। তাদের পক্ষে বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে রীতিমতো হিমসিম খেতে হয়। ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ নিগম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবী করছে যাতে সমস্ত বিপিএল ভুক্ত পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এদিনের দাবিগুলি হল – বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল করা হোক, বিদ্যুৎ পরিষেবায় বেসরকারিকরন বন্ধ কর, সমস্ত বিপিএল পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ কর, বর্ধিত বিদ্যুৎ সামূল বাতিল কর।

