আগরতলা, ৭ জুন : গো – হত্যাকে কেন্দ্র করে উদয়পুর রাজনগর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজিত জনতারা অভিযুক্তের বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ।
প্রসঙ্গত, আজ মুসলিম সম্প্রদায়ের কুরবানী ঈদ। শান্তিপূর্ণভাবে যাতে এই দিনটি অতিবাহিত হয় সেই জন্য প্রশাসনের তরফে সব ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে ও হঠাৎ উদয়পুর রাজনগর ভূবেনেশ্বরী মন্দির প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এলাকাবাসীদের বক্তব্য, আজ মুসলিম সম্প্রদায়ের লোকজনদের কুরবানী ঈদ ছিল। গতকাল প্রশাসনকে বলা হয়েছিল প্রকাশ্য জায়গায় যাতে গো- হত্যা না করা হয়। কিন্তু তারপরও উদয়পুর রাজনগর ভূবেনেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রকাশ্যে গো- হত্যা করা হয়েছে।এই খবর পাওয়া মাত্র এলাকার হিন্দু নাগরিকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁদের মধ্যে বচসা শুরু হয়েছে। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু বাড়ি ঘর ভাঙার খবর আসা মাত্র ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ সুপার, টিএসআর, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে এলাকায়।
এবিষয়ে ভারপ্রাপ্ত এসপি বিজয় দেববর্মা, গো-হত্যাকে কেন্দ্র করে উদয়পুরের দুটি জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। প্রথমে প্রশাসনের নির্দেশিকা অমান্য করে প্রকাশ্যে গবাদি পশু জবাইকে কেন্দ্র করে উদয়পুর মহকুমার গোমতি পাড়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। প্রশাসনের নির্দেশে গবাদি পশুর দেহ মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে। ওই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তেমনি, উদয়পুর রাজনগর এলাকায় স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই এলাকায় মুসলিম পরিবারের প্রকাশ্যে গো হত্যা করা হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজিত জনতা মুসলিম সম্প্রদায়কে এক ব্যক্তিকে মারধর করেছে এবং বাড়িঘর ভাঙচুর করেছেন। ওই ঘটনায়ও একটি মামলা দায়ের করা হয়েছে। উদয়পুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে বেআইনি কোন কার্যকলাপ চলতে দেওয়া হবে না।

