সাত সকালে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৪ মে : ১৮ বছরের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় বামুটিয়া খলাবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলাবাড়ি এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় সাত সকালে। আজ সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করেন।পরবর্তী সময় ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। ওসি অ্যান্থনি জমাতিয়া সহ পুলিশ বাহিনী শুরু করেন তদন্ত।ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় সমাজসেবক বিজেপি ৩ নং বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস,স্থানীয় পঞ্চায়েত প্রধান নিখিলেশ দত্ত এবং স্থানীয় সাংবাদিকরা। পুলিশ, সমাজসেবক শিবেন্দ্র দাস,স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তদন্তের জন্য।

এই ঘটনা নিয়ে সমাজসেবক শিবেন্দ্র দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃত যুবকের পিতাও একই ভাবে মারা গিয়েছিল।মা মানসিক ভারসাম্যহীন। এমতাবস্থায় আজ সেও মারা যায়।