শ্রীনগর/নয়াদিল্লি, ২ মে : জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর টানা আট দিন ধরে বিনা উসকানিতে গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা। বৃহস্পতিবার রাতে কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনূর সেক্টরে গুলি ছোড়া হয় বলে জানিয়েছে ভারতীয় সেনা। জবাবে ভারতীয় সেনা বাহিনী “পরিকল্পিত ও আনুপাতিক” পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।
এই গুলিচালনার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন এপ্রিল ২২-এর পাহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। হামলায় ২৬ জন প্রাণ হারান। যদিও মঙ্গলবার দুই দেশের সেনাবাহিনীর ডিজিএমও পর্যায়ে হটলাইন আলোচনাও হয়েছে।
ভারতীয় সেনা “এক্স”-এ একটি পোস্টে জানায়: “২০২৫ সালের ০১-০২ মে রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনূর এলাকায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উসকানিতে গুলি চালিয়েছে। ভারতীয় সেনা বাহিনী নিয়ন্ত্রিত এবং আনুপাতিক জবাব দিয়েছে।”
এই নিয়ে টানা আট রাত ধরে পাকিস্তান সীমান্ত লঙ্ঘন করে গুলি চালিয়েছে। প্রথমে উত্তরের কাশ্মীরের কুপওয়াড়া ও বারামুলা জেলার পোস্ট লক্ষ্য করে গুলি চালানো শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে জম্মু অঞ্চলের পুঞ্চ, নওশেরা, সুন্দরবানি, আখনূর ও পরগওয়াল সেক্টরে।
সূত্র জানিয়েছে, পাকিস্তানের এই আচরণ এপ্রিল ২৪-এর রাতে শুরু হয়। কয়েক ঘণ্টা আগেই ভারত পাহেলগাঁও হামলার জেরে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছিল। তারপর থেকে পাকিস্তানি বাহিনী বারবার বিভিন্ন স্থানে গুলি ছুড়ছে। উল্লেখ্য, ভারত ও পাকিস্তান ২০২১ সালের ফেব্রুয়ারিতে ডিজিএমও পর্যায়ে এক যৌথ বিবৃতিতে ২০০৩ সালের সংঘর্ষবিরতি চুক্তিকে মান্যতা দেওয়ার অঙ্গীকার করেছিল।
তবে পরিস্থিতি বর্তমানে অনেকটাই বদলে গেছে। ভারত ও পাকিস্তান মোট ৩,৩২৩ কিমি দীর্ঘ সীমান্ত ভাগ করে, যার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত (IB) ২,৪০০ কিমি, নিয়ন্ত্রণ রেখা (LoC) ৭৪০ কিমি, এবং সিয়াচেনে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন প্রায় ১১০ কিমি দীর্ঘ। সেনা সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

