বিশ্রামগঞ্জ, ২৭ এপ্রিল:রবিবার দুপুরে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের সামনে ৮ নম্বর জাতীয় সড়কে স্কুটি ও বাইকের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, টিআর০৭ডি৪৯৯১ নম্বরের স্কুটি নিয়ে দুই যুবক বিশ্রামগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার পাশে থামানো টিআর ০৭এইচ৮৯৭৫ নম্বরের একটি বাইকের পেছনে সজোরে ধাক্কা মারেন তারা। ফলে স্কুটিতে থাকা দুই যুবক জাতীয় সড়কে ছিটকে পড়ে যান।
ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে বিশ্রামগঞ্জ থানার পুলিশও হাসপাতালে ছুটে যায়।
আহত দুই যুবকের নাম নিবাস দেববর্মা (১৮), পিতা রঘুনাথ দেববর্মা, বাড়ি রংমালা এবং বয়ক দেববর্মা (১৮)। বর্তমানে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জনের অবস্থা স্থিতিশীল হলেও, চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
2025-04-27

