দক্ষিণ কলমচৌড়ায় পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার জাঁকজমকপূর্ণ আয়োজন

বক্সনগর, ২৩ এপ্রিল: বক্সনগর আর.ডি. ব্লকের অন্তর্গত দক্ষিণ কলমচৌড়া এলাকার এগিয়ে চলো মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা। গত ৭ই বৈশাখ থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১১ই বৈশাখ পর্যন্ত।

এই মেলার আয়োজক দক্ষিণ কলমচৌড়ার সুপরিচিত ক্লাব ‘এগিয়ে চলো সংঘ’। ক্লাবের সদস্য ও স্থানীয় পঞ্চায়েতের যৌথ উদ্যোগে গঠিত মেলা কমিটির তত্ত্বাবধানে পুরো মেলার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত সোমবার সন্ধ্যায়, স্থানীয় বিধায়কের হাত ধরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও গ্রাম প্রধান বাপন সরকার, উপপ্রধান অনিল রায়, বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্যা বাবলি দেব, মেলা কমিটির সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার প্রথম দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী সংগীত ও ধামাইল নৃত্য দর্শকদের মুগ্ধ করে।

মেলা কমিটির পক্ষ থেকে মানবিক উদ্যোগ হিসেবেও একটি কর্মসূচি গ্রহণ করা হয়। বিধায়ক ও পঞ্চায়েত নেতৃত্বের মাধ্যমে ৫২ জন অসহায় ও দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকগীতি, লালনগীতি, পল্লীগীতি, ভাটিয়ালি, আধুনিক গান সহ নানা ধরনের সঙ্গীত পরিবেশন করছেন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত শিল্পীরা।

মেলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক আনন্দঘন পরিবেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে এই বৈশাখী উৎসব।

ত্রিপুরা রাজ্যের নানা প্রান্ত থেকে আগত দোকানিরা মেলায় তাদের দোকান সাজিয়ে বসেছেন। কাঠের আসবাব, বাঁশ-বেত, লোহার সামগ্রী, কসমেটিক, পোশাক, স্টিলের বাসনপত্র এবং বাহারি খাবারের দোকানগুলো ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ করছে।

মেলা কমিটির সভাপতি এক সাক্ষাৎকারে বলেন, “সকল স্তরের সাধারণ মানুষের অংশগ্রহণেই এই মেলাকে সার্থক করে তোলা সম্ভব। তাই সকলে মেলায় আসুন, আনন্দ উপভোগ করুন ও এই সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করুন।”