আগরতলা, ১৮ এপ্রিল: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় কামালঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, আজ কামালঘাট এলাকায় অপু বিশ্বাসের বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়েছিলেন সেকেরকোট এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস ( ৪৫)। কিন্তু কাজ করার সময় বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন তিনি। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রান হারায় তিনি। সাথে সাথে সহকর্মীরা এবং বাড়ির মালিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারে লোকজনের হাতে তুলে দেওয়া হবে।

