নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): মাদকমুক্তির চেষ্টায় আন্তর্জাতিক সমুদ্র সীমান্তে ভারতের সাফল্যের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “মোদী সরকার নির্মমভাবে মাদক নেটওয়ার্ক নির্মূল করছে। মাদকমুক্ত ভারত গড়ার নিরন্তর প্রচেষ্টায়, আন্তর্জাতিক সমুদ্র সীমান্তের কাছে ১৮০০ কোটি টাকা মূল্যের ৩০০ কেজি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে একটি বিশাল কৃতিত্ব অর্জন করা হয়েছে।
সমুদ্রে এই অভিযান মাদকের কুফল নির্মূল করার জন্য মোদী সরকারের তথা সমগ্র সরকারের সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণ। এই বিশাল সাফল্যের জন্য গুজরাত পুলিশ এবং ভারতীয় উপকূল বাহিনীকে সাধুবাদ জানাই।”

