নাংবো, ১১ এপ্রিল (হি.স.) : শুক্রবার চিনের নিংবোতে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের মিশ্র দ্বৈত কোয়ার্টার ফাইনালে ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টো সরাসরি গেমে হেরে গেছেন। তাদের বিদায়ের সঙ্গে সঙ্গে টুর্নামেন্টে ভারতীয় চ্যালেঞ্জও শেষ হয়ে গেল। বিশ্বের ১৮ নম্বর ধ্রুব-তানিশা জুটি ৪১ মিনিটে পঞ্চম বাছাই হংকং- চিন জুটির তাং চুন মান এবং সে ইং সুয়েটের কাছে ২০-২২, ১৩-২১ ব্যবধানে হেরে গেছেন।
প্রথম খেলায় ৮-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় জুটি, কিন্তু তাদের প্রতিপক্ষ, যারা বিশ্বে ৫ম স্থানে রয়েছে, তারা ফিরে এসে ১০-১০ সমতা ফেরান। প্রথমার্ধের দ্বিতীয়ার্ধে ১৯-১৯ পর্যন্ত দুই জুটি সমান তালে খেলেছিল। সেখান থেকে, তাং এবং সে ইং জুটি শুধুই এগিয়ে যান। দ্বিতীয় খেলায় ভারতীয়রা ট্যাং এবং সে-এর কাছাকাছি ছিল। কিন্তু ৯-৯ ব্যবধানের সময় হংকং, চিনের এই জুটি টানা ৮ পয়েন্ট জিতেছিল। ধ্রুব এবং তানিশার পক্ষে ব্যবধানটি পূরণ করা খুব বেশি ছিল না।

