শ্রীনগর, ৭ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সোমবার তুলকালাম হল জম্মু ও কাশ্মীর বিধানসভায়। প্রায় ১৫ মিনিটের জন্য সভা মুলতুবি করে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীর বিধানসভায় এদিন ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে আলোচনার জন্য প্রশ্নোত্তর স্থগিত রাখার প্রস্তাব প্রত্যাখ্যানের পর ব্যাপক হইহট্টগোল হয়। সভার কাজকর্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নাজির গুরেজি এবং তানভীর সাদিকের নেতৃত্বে ন্যাশনাল কনফারেন্স সদস্যরা ওয়াকফ আইন নিয়ে আলোচনার জন্য প্রশ্নোত্তর স্থগিত রাখার প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবের বিরোধিতা করেন কংগ্রেস, এনসি এবং কংগ্রেসের ৯ জন সদস্য এবং কয়েকজন স্বতন্ত্র সদস্য। তারা স্পিকারকে নোটিশ দেন।
বিজেপি নেতা সুনীল শর্মার নেতৃত্বে এই পদক্ষেপের বিরোধিতা করা হয়, যার ফলে স্লোগান ওঠে। স্পিকার আব্দুল রহিম রাঠের বিধানসভার ৫৮ নম্বর বিধি উদ্ধৃত করে বলেন, বিলটি আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই মুলতবি স্থগিত রাখা যাবে না। তিনি বলেন, বিষয়টি বিচারাধীন থাকায় তিনি সভা স্থগিত রাখার অনুমতি দিতে পারেন না। এই অস্বীকৃতির ফলে এনসি, কংগ্রেস এবং পিডিপি সদস্যরা বিক্ষোভ শুরু করেন, যারা মুলতবি করার জন্য জোর দেন এবং সংসদের ওয়েলের দিকে এগিয়ে যান। হট্টগোল চলতে থাকলে, স্পিকার ১৫ মিনিটের জন্য সভা মুলতবি করেন।

