সমাজের সেবা ও উন্নয়ন নিশ্চিত করার কাজ চালিয়ে যাবে বিজেপি সরকার : মোদী

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ৪৬-তম প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে জানিয়েছেন, “সমাজের সেবা ও সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করার কাজ চালিয়ে যাবে বিজেপি সরকার।” প্রধানমন্ত্রী মোদী রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “দলের স্থাপনা দিবসে বিজেপির সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা। গত কয়েক দশক ধরে যারা আমাদের দলকে শক্তিশালী করার জন্য আত্মনিয়োগ করেছেন তাঁদের সকলকে আমরা স্মরণ করছি। এই গুরুত্বপূর্ণ দিনটি আমাদের ভারতের অগ্রগতির দিকে কাজ করার এবং একটি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের অতুলনীয় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।”

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেল আরও লেখেন, “ভারতের জনগণ আমাদের দলের সুশাসনের এজেন্ডা দেখতে পাচ্ছেন, যা বিগত বছরগুলিতে আমরা যে ঐতিহাসিক জনাদেশ পেয়েছি তাতেও প্রতিফলিত হয়েছে, তা সে লোকসভা নির্বাচন, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং দেশজুড়ে বিভিন্ন স্থানীয় সংস্থা নির্বাচন হোক। আমাদের সরকার সমাজের সেবা এবং সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করার কাজ চালিয়ে যাবে।”