সোনামুড়া, ২৭ মার্চ: সীমান্ত রক্ষায় অস্ত্র হাতে যেমন সর্বোচ্চ কর্তব্য পালন করছে বিএসএফ, তেমনি সামাজিক কর্মসূচিতেও তারা পিছিয়ে নেই। সোনামুড়া মহকুমার প্রায় প্রতিটি সীমান্ত এলাকায় বিএসএফের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম চালু রয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সীমান্তবাসীদের সঙ্গে বিএসএফের সু-সম্পর্ক বজায় রাখা।
বিএসএফের ৮১ নং বাহিনীর কুলুবাড়ি বিওপির উদ্যোগে বৃহস্পতিবার কোলোবাড়ি পঞ্চায়েতের দাওদরানি স্কুলে একটি সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামে ১ লক্ষ ৭ হাজার ৭৬০ টাকা মূল্যে বিভিন্ন খেলনা সামগ্রী, কৃষি সামগ্রী, দুটি ট্রাই সাইকেল এবং মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিশেষত, ট্রাই সাইকেল দুটি দেয়া হয় পঞ্চায়েত এলাকার দুই বিকলাঙ্গ ব্যক্তিকে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ ৮১ নং বাহিনীর সেকেন্ড ইন কমান্ডেন্ড রাজেশ কুমার লাঙ্গা। এছাড়াও উপস্থিত ছিলেন কোলুবাড়ির বিওপির কমান্ডেন্ট সুনীল কুমার সিং, এস আই অরুন কুমার সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা।
বিএসএফের পক্ষ থেকে এই সামগ্রীগুলি পেয়ে সীমান্তবর্তী গ্রাম কোলুবাড়ির মানুষজন অত্যন্ত খুশি।