গুয়াহাটি, ২৩ মাৰ্চ (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের প্রথম টেস্ট ক্রিকেটের ভেন্যু গুয়াহাটি। চলতি বছর (২০২৫) আগামী নভেম্বরে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, জানিয়েছেন বিসিসিআই-এর সাধারণ সম্পাদক দেবজিৎ শইকিয়া।
আজ রবিবার বিসিসিআই-এর সাধারণ সম্পাদক দেবজিৎ শইকিয়া এ খবর দিয়ে জানান, এ বছরের শেষের দিকে নভেম্বর মাসে আইসিসি মহিলা ওয়ান-ডে বিশ্বকাপের সময় গুয়াহাটিতে প্রথম বিশ্বকাপ ম্যাচের আয়োজন করা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত গুয়াহাটিতে কোনও টেস্ট এবং বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হয়নি। গতকাল শনিবার বিসিসিআই-এর এপেক্স কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে এ বছর গুয়াহাটি দুটি ম্যাচের আয়োজন করবে।
শইকিয়া জানান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি ২২ নভেম্বর থেকে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ গুয়াহাটিকে টেস্ট ক্রিকেটের মানচিত্রে স্থান দেবে, বলেন তিনি।
বিসিসিআই-এর সাধারণ সম্পাদক দেবজিৎ শইকিয়া বলেন, এসিএ স্টেডিয়ামে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের পাঁচ থেকে ছয়টি ম্যাচও অনুষ্ঠিত হবে, যা উত্তর-পূর্বাঞ্চলে প্রথম বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ। মহিলা বিশ্বকাপ ২৪ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সময়সূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এর মধ্যে গুয়াহাটিকে একটি ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গুয়াহাটিতে প্রথম টেস্ট ক্রিকেটের ভেন্যু হিসেবে নির্বাচনের জন্য তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ধন্যবাদ জানিয়েছেন।