২০২৫-২৬ অর্থবছরের বাজেট ত্রিপুরার অর্থনীতিকে আরও তরান্বিত করবে : সাংসদ বিপ্লব

আগরতলা, ২১ মার্চ : ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ত্রিপুরার অর্থনীতিকে আরও তরান্বিত করবে। বিকশিত বাজেট রাজ্যের উন্নয়নের পথ সুগম করবে। আজ ত্রিপুরা বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় এইভাবেই বিজেপি আইপিএফটি তিপরা মথা জোট সরকারের প্রশংসা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

তাঁর কথায়, ২০২৪-২৫ অর্থবছরে ২৭৮০৪.৬৭ কোটি টাকা বাজেট পেশ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বছরে ৩২৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বলে জানান তিনি। রাজ্যের সমাজের অন্তিম ব্যক্তিদের কথা মাথয় রেখে এই বাজেট পেশ করা হয়েছে।

এদিন শ্রীদেব বলেন, ত্রিপুরার সার্বিক উন্নয়নের নিরিখে এবছরের বাজেট পেশ করা হয়েছে। এই বিকশিত বাজেট রাজ্যের উন্নয়নের পথ সুগম করবে, বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা যেভাবে কাজ করছেন তারই বহিঃপ্রকাশ এই বাজেটের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বাজেট ঘোষণা হতেই উপহার দিলেন মুখ্যমন্ত্রী। আজ আরো ৩% মহার্ঘ্য ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। ত্রিপুরায় বড়মাত্রায় সরকারি কর্মচারী রয়েছে। এই বাজেট ত্রিপুরার অর্থনীতিকে তরান্বিত করবে, বলে আশা ব্যক্ত করেন তিনি।

পাশাপাশি, এদিন তিনি বিকশিত বাজেট পেশ করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং মন্ত্রিসভার সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *