লন্ডন, ২১ মার্চ (হি.স.): একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যাওয়ায় পর্যাপ্ত বিদ্যুৎ নেই। বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার জেরে শুক্রবার লন্ডনের হিথরো বিমানবন্দরে বিঘ্নিত হল উড়ান পরিষেবা। এর ফলে বিপাকে পড়েছেন অসংখ্য যাত্রীরা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।
শুক্রবার ভোরে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যাওয়ায় হিথরোয় পর্যাপ্ত বিদ্যুতের অভাব দেখা দিয়েছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে।”
—————