আগরতলা, ১৮ মার্চ: রাজধানী আগরতলায় বিভিন্ন এলাকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলার অভিজিৎ মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা ভট্টপুকুর এলাকার পরিদর্শন করেন।
উল্লেখ্য, আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল প্রদানের লক্ষ্যে নিগম এলাকায় ৩৬ টি প্রকল্প হাতে নিয়েছে পুর নিগম জল বোর্ড ও স্মার্ট সিটি। এই কাজে ১৭ কোটি টাকা ব্যয়ে হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
এদিকে, মেয়র সহ অন্যান্যরা আজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং হাওড়া নদীর উপর নির্মিত সেতুর পাশাপাশি ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য এলাকা পরিদর্শন করেন।
মেয়র দীপক মজুমদার জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে পুর নিগম ও জল বোর্ডের মাধ্যমে বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে যেসব এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান হয়নি, সেখানে দ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে।