আগরতলা, ১৭ মার্চ : ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উত্তর জেলা কমিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বরা। সংগঠন ভারতীয় জনতা পার্টি সরকারকে আগামী ৯ মার্চ ২০২৫ সালে অশিক্ষক কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধির জন্য শুভেচ্ছা জানায়।
এদিনের সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে নেতৃত্বরা বলেন, এসএসএ শিক্ষকরা ২০০৪ সাল থেকে রাজ্য শিক্ষাদপ্তরের অধীনে কাজ করছেন। দীর্ঘ বঞ্চনার পর ২০১৫ সালে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন, এবং আদালত ২০২১ ও ২০২৪ সালে তাঁদের নিয়মিতকরণের রায় দেয়। কিন্তু তা এখনও কার্যকর হয়নি।
২০১৭ সালে এসএসএ শিক্ষকরা আমরণ অনশন করেন, যেখানে বর্তমান সরকারের নেতারা তাঁদের তিনমাসের মধ্যে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা আজও পূরণ হয়নি। অন্য রাজ্যের সরকার আদালতের নির্দেশ ছাড়াই এসএসএ শিক্ষকদের নিয়মিত করলেও, ত্রিপুরা সরকার দুইবারের আদালতের রায় সত্ত্বেও তা কার্যকর করেনি।
সংগঠনের তরফে এদিন দাবি জানানো হয় সরকার যেন আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের নিয়মিত করেন। এছাড়াও দাবি জানানো হয়, ২০১৭ সালের অনশন মঞ্চের প্রতিশ্রুতি ও ২০১৮ সালের ভিশন ডকুমেন্ট অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে নিয়মিতকরণের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তামিলনাড়ুর মতো সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি দ্রুত প্রত্যাহার করতে হবে। যেসব শিক্ষকদের এনসি রয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে শিক্ষক সমাজ, এমনটাই জানানো হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে।