মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের হাতে খাদ্য সামগ্রী প্রদান

বক্সনগর , ১৫ মার্চ : ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান চলছে। রোজা রাখার মাধ্যমে আত্মশুদ্ধির এই মাসে আল্লাহর নাম স্মরণ ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি সাধারণ মুসলিমদের জীবনে কিছু অতিরিক্ত খরচও হয়। সমাজে বিভিন্ন স্তরের মানুষ বাস করে, তবে কিছু পরোপকারী সমাজসেবকও রয়েছেন, যারা এই মাসে গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেন। এমন একজন বিশিষ্ট সমাজসেবক হলেন এমডি জুয়েল, যিনি আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সমাজসেবার কাজ করেন।

রমজান মাস উপলক্ষে এমডি জুয়েল আনন্দপুর ও কমলনগর গ্রাম পঞ্চায়েতের ৩৫ জন গরিব অসহায়দের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি ব্যাগে ছিল ২ কিলো আলু, ১ কেজি পেঁয়াজ, ছানা মটর, বুজ্জো তেল, ডাল, চিনি, মুড়ি, চিড়া, চাউল, খেজুর, রসনা ও খেজুর। প্রতি ব্যাগের মূল্য ছিল এক হাজার পঁচিশ টাকা, এবং সর্বমোট খাদ্য সামগ্রী বিতরণের খরচ হয়েছে ৩৬ হাজার ২২৫ টাকা।

৩৫ জন দরিদ্র ব্যক্তি খাদ্য সামগ্রী পেয়ে খুবই খুশি এবং আপ্লুত। তারা পরম করুণাময় আল্লাহতালার কাছে এমডি জুয়েল এর জন্য আশীর্বাদ কামনা করেছেন। এমডি জুয়েল আশা প্রকাশ করেছেন যে, এই খাদ্য সামগ্রী তাদের রমজান মাসে কিছুটা হলেও সংসারের ঘাটতি মেটাতে সহায়ক হবে।

এমডি জুয়েলের এই পরোপকারী কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং তার মানবিক কাজের জন্য সবাই তার প্রতি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *