আগরতলা, ১৫ মার্চ: হোলি উৎসবে যান দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই যুবক। আজ দুপুরে বিশালগড় জাঙ্গালিয়া ও ঘনিয়ামারা সড়কে ওই দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল কর্মীরা। দমকলকর্মীরা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জিবি হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বিশালগড় জাঙ্গালিয়া ও ঘনিয়ামারা সড়কে বাইক ও স্কুটির সংঘর্ষে আহত হয়েছেন তাপস দেবনাথ। খবর পেয়ে দমকল কর্মীরা এসে তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসক তাদের জিবিতে পাঠিয়ে দেন। অন্যদিকে, বাইক ও বোলেরো গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন টিপু সুলতান। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।