আগরতলা, ১৫ মার্চ : আজ বসন্ত উৎসব উপলক্ষে আগরতলা শিশু উদ্যানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে ইসকন মন্দিরের সাধু সন্তদের আমন্ত্রণ জানানো হয়। তাদের ফুলের মালা ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়, এবং ইসকনের প্রভুদের হাত ধরে উদ্বোধন হয় এই বসন্ত উৎসবের হোলির উৎসব।
ইসকন মন্দিরের সাধু সন্তরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং রাজ্যের সকলকে হোলির শুভেচ্ছা জানান। তারা বলেন, এই দিনে সকলেই আনন্দ উপভোগ করুক এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতির প্রদর্শন ঘটুক। এছাড়া তারা হোলি খেলার গুরুত্বকেও তুলে ধরেন।
উৎসবটিতে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং পুরো উদ্যানে রঙিন হোলির উৎসবে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।