আগরতলা, ১৫ মার্চ: বিশালগড় কড়ইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে। গতকাল দুপুরে ওই অগ্নিকাণ্ডে অল্পেতে রক্ষা পেলো পার্শ্ববর্তী বাড়িঘর।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল দুপুরে বিশালগড় কড়ইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রতিবেশীদের নজরে ঘটনাটি আসতেই তাঁরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় অল্পেতে রক্ষা পায় পাশ্ববর্তী বাড়িঘর সহ বিদ্যালয়।