চণ্ডীগড়, ১৪ মার্চ (হি.স.) : পঞ্জাব-চণ্ডীগড় সীমান্তে হোলির দিন নাকায় দুর্ঘটনায় দুই পুলিশকর্মী-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।
নাকায় কর্তব্যরত সুখদর্শন ও রাজেশ একটি গাড়ি চেক করছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুতগতির একটি গাড়ি এসে তাদের ধাক্কা মারে। দুর্ঘটনায় পুলিশকর্মী ও গাড়ির চালক ৩ জনই কাঁটা তারের বেড়ায় আটকে প্রাণ হারান।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত চালক গোবিন্দ নেশাগ্রস্ত ছিল। পুলিশ তাকে গ্রেফতার করেছে।