আমেঠি, ১৪ মার্চ (হি.স.) : হোলির সকালে উত্তর প্রদেশের আমেঠিতে পথ দুর্ঘটনায় মৃত দুই ব্যক্তি। জানা গেছে , দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ৩ জন গুরুতর আহত হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, জামো থানা এলাকার জামো-গৌরিগঞ্জ সড়কের লালুপুর ঢাবিয়া সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই চালকের এবং তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে একজন মহিলার অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এক পুলিশ আধিকারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।