জলগাঁও, ১৪ মার্চ (হি.স.): শুক্রবার মহারাষ্ট্রের জলগাঁওয়ের ভুসাওয়ালে রেলওয়ে ক্রসিংয়ে ট্রেনলাইনে উঠে পড়া ট্রাকের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ভুসাওয়াল ও বাদনেরা সেকশনের মাঝে বডওয়ে রেলস্টেশনের কাছে বন্ধ থাকা একটি রেলওয়ে ক্রসিং ভেঙে লাইনে উঠে পড়ে একটি ট্রাক। তখনই সেই লাইনে চলা অমরাবতী এক্সপ্রেস এসে ধাক্কা মারে ট্রাকটি। ট্রেনের সঙ্গে ধাক্কায় ট্রাকটি পুরোপুরি ভেঙে যায়। তবে ভাগ্যক্রমে ট্রাকের চালক বা ট্রেনের যাত্রীরা কেউ আহত হননি। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ট্রাকটিকে ট্রেনলাইন থেকে সরিয়ে ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়।
2025-03-14