রাতের আঁধারে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১৩ মার্চ: রাতের আঁধারে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ টাকা, মূল্যবান কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী চুরি করে পালিয়েছে। ওই ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে কমলাসাগর ফুলতলী বাজার সংলগ্ন বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ে চোরের দল হানা দিয়েছে। আজ সকালে বিদ্যালয়ে গিয়ে কর্মীরা জানালা ভাঙা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখতে পায় সবকিছু এলোমেলো অবস্থা রয়েছে। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। চোরের দল হানা দিয়ে আলমিরা ভেঙ্গে স্কুলের মূল্যবান কাগজপত্র, নগদ অর্থ সহ সিলিং ফ্যান নিয়ে পালিয়ে যায়।

এদিকে, ওই এলাকার অভিভাবক মহল প্রশাসনের নিকট দাবি রাখছে একাংশ নেশা বিক্রেতা কিংবা ট্যাবলেট খোর তাদের যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ। তারাই এই কাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *