নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির কনৌট প্লেসের একটি রেস্তোরাঁয়। রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়েছেন ৬ জন। বৃহস্পতিবার ওই রেস্তোরাঁয় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন।
দমকল জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১১.৫৫ মিনিট নাগাদ কনৌট প্লেস মার্কেটের পি ব্লকে বিক্কগানে বিরিয়ানি রেস্তোরাঁর রান্নাঘরে আগুন লাগে। এলপিজি সিলিন্ডারে লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে ৬ জন আহত হয়েছেন এবং তাঁদের আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—————