আগরতলা, ১৩ মার্চ: কলঙ্কিত হলো সিপাহীজলা জেলায় আয়োজিত সরস মেলা। মেলায় খাবারের স্টল বন্টনকে কেন্দ্র করে লাখপতি দিদিরা চরম অসন্তোষ প্রকাশ করেন। তাছাড়া, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে মেলার আয়োজন করা হলেও জেলা ভিত্তিক ওই মেলায় লোকসমাগম নেই, বলে অভিযোগ।
প্রসঙ্গত, লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ১১ মার্চ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী জেলা সরস মেলা আয়োজন করা হয়েছে। ‘চলো দিদিরা সবাই, আত্মনির্ভর ত্রিপুরা বানাই’ এই লেখা স্লোগানে গোটা মেলা প্রাঙ্গন সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় মেলায় খাবারের স্টল বন্টন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্বর্নিভর দিদিরা।
স্বনির্ভর দলের খাবারের স্টল নিয়ে আসা বেশ কয়েকজন দিদির অভিযোগ, সরকারিভাবে ঘোষণা মহিলাদের আত্মনির্ভরের লক্ষ্যেই ওই মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা গিয়েছে। কথা ছিল স্বনির্ভর দল পরিচালিত বিভিন্ন দোকানপাট এবং খাবার সামগ্রী তৈরি করে সেখানে বিক্রি করা হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ওই মহিলাদের বদলে বিভিন্ন ব্যবাসায়ীদের স্টল দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।
আরো অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে মেলার আয়োজন করা হলেও জেলা ভিত্তিক এই মেলায় লোকসমাগম হয়নি। ফ্লাক্স – ফেস্টুনে লাখ লাখ টাকা খরচ করে সাজিয়ে তোলা হলেও জেলারবাসীকে ওই মেলা সম্পর্কে জানাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন উদ্যোক্তারা।