আগরতলা, ১৩ মার্চ: আবারো আমতলী থানার পুলিশের হাতে কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার গ্রেফতার হয়েছে। দীর্ঘদিন ধরেই বিপ্লব মজুমদারের যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছিল এলাকাবাসীরা। তাঁর বিরুদ্ধে গতকাল রাতেই আইনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, আমতলী ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার রঘু মজুমদারের ছেলে বিপ্লব মজুমদার। সে আমতলী এলাকায় মাফিয়া বলে পরিচিত। সে গত ২০১৩ সালে আমতলী থানায় কর্মরতের টিএসআর জওয়ানকে মারধর করেছিল। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে। গতকাল রাতে সে আমতলী থানার পুলিশকে লক্ষ্য করে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতে থাকে কিন্তু প্রত্যক্ষদর্শীরা তার ভয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি।
পরে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে আসার পর পুলিশকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় গালাগাল এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে বুধবার রাতেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই বিপ্লব মজুমদারের যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছিল এলাকাবাসীরা।