আগরতলা, ১২ মার্চ : ভট্টপুকুর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে নিজের ঘর থেকে। ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজধানীর ভট্টপুকুর এলাকায় এক বাড়িতে কার্তিক মোদক নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত দেহটি বিছানায় পরে ছিল। কিন্তু সিলিং ফ্যান এর মধ্যে একটি গামছা ঝুলানো অবস্থায় ছিল। হাতে রয়েছে আঘাতের চিহ্ন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এডিনগর থানার পুলিশ। এই বিষয়ে পুলিশ বিস্তারিত জানান।
পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ফরেনসিক টিমকেও খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে।